সোনাগাজীতে আ.লীগ প্রার্থী খোকন জয়ী

ফেনী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৮:৫৮ পিএম

ফেনীর সোনাগাজী পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম খোকন। 

ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা রিটার্নিং অফিসার এ এম জহিরুল হায়াত।

নির্বাচন অফিস জানায়, মেয়র পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ৫৩৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু নাছের পেয়েছেন ১০৭৫ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ হিসবুল্লাহ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৪০২ ভোট, জগ প্রতীকে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম পেয়েছেন ৭৯ ভোট।

এ পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত সাধারণ ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে চারজন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ দশমিক ৫০ বর্গকিলোমিটারের ক শ্রেণির পৌরসভাটিতে মোট ভোটার ১৫ হাজার ৯৮৫ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৮৫৮ ও পুরুষ ভোটার ৮ হাজার ১২৭ জন।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।