নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফতেপুর এলাকায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, স্থানীয় আব্দুল মতিন দীর্ঘদিন একটি কারখানা করে বিএসটিআইয়ের কোনো অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন কোম্পানির আইসক্রিম তৈরির মোড়ক ও বিভিন্ন প্রকার ভেজাল কেমিক্যাল পাওয়া যায়।
এ সময় কারখানা মালিক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। কারখানায় তৈরি করা বিভিন্ন ধরনের নকল আইসক্রিম নষ্ট করে দেওয়া হয় বলে জানিয়েছেন ইউএনও আতিকুল ইসলাম।