বন্ধ থাকা লিফটে পড়ে ছিল বীর মুক্তিযোদ্ধার মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১০:০০ এএম
বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী মণ্ডল

সাতক্ষীরায় নিখোঁজের ছয়দিন পর মিলল বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী মণ্ডলের (৮২) মরদেহ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বন্ধ থাকা লিফট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) দুপুরে লিফট খুলে তার মরদহ উদ্ধার করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের মৃত এজাহার আলী মণ্ডলের ছেলে।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হালিম জানান, হাসপাতালের একটি পেশেন্ট লিফট (রোগীদের ব্যবহৃত) থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি জানার পর দুপুরে লিফটম্যানকে ডেকে এনে লিফটটি খোলা হয়। খুলতেই ভেতরে দেখা যায়, একটি মরদেহ পড়ে আছে। মরদেহের গায়ে যে পাঞ্জাবি ছিল, তাতে মুক্তিযোদ্ধার একটি স্টিকার লাগানো ছিল।

খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছয়দিন ধরে সৈয়দ আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দুদিন আগে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে পরিবার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ওই লিফটটি দীর্ঘদিন বন্ধ ছিল। চারতলায় লিফটের দরজা অল্প একটু ফাঁকা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি ওই ফাঁকা দিয়ে হয়তো লিফটে ঢুকে পড়েন। পরে আর বেরোতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।