জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৮ অক্টোবর) রাত ৮টায় জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫টি কম্পিউটার মনিটর, ৪টি সিপিইউ, একটি ল্যাপটপ, ৮টি হার্ডডিস্ক, ৪টি কিবোর্ড, ৬টি মাউস, ৬ সেট বিভিন্ন ধরনের ক্যাবল, ৭টি মোবাইল, ১৩টি সিম কার্ড, ৭টি মেমোরি কার্ড, ৩৭টি পেন ড্রাইভ জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন পাঁচবিবি উপজেলার রুনিহালী গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে মো. জাকারিয়া হোসেন ওরফে জাকির (৩০), বাশখুর গ্রামের শাহ আলমের ছেলে মো. জামিল হোসেন (২৫), বাশখুর গ্রামের মো. বছির উদ্দিনের ছেলে মো. আব্দুল কাদের (২৬), রুনিহালী গ্রামের কার্তিকের ছেলে স্বপন কুমার (৩০), ঢাকার পাড়া গ্রামের শাহারুল ইসলামের ছেলে মো. শাকিল চৌধুরী (২৪) ও ঢাকার পাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. রাজু হোসেন (২৪)।