যশোরে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের নতুনহাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিন সহপাঠী রাত সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা থেকে বাসায় ফিরছিলেন। পথে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে আনার পর সালমানের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত তিনজনের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।”