ইভিএম মেশিনে ভোট চুরির আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ আসনের সংসদ গোলাম মোহাম্মদ কাদের।
বৃহস্পতিবার (৬ অক্টেবর) সকালে লালমনিরহাট নার্সিং কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “মেশিন ভালো কী মন্দ সেটা বড় কথা নয়, বড় কথা হল যারা মেশিনের পিছনে কাজ করবেন তারা সরকারের চাপে যেকোনো ধরনের ফলাফল ঘোষণা করতে পারবেন।”
জি এম কাদের আরও বলেন, “বাংলাদেশ সব কিছুতে চ্যাম্পিয়ন হচ্ছে তবে সেটি নেতিবাচক পদ্ধতিতে। অব্যবস্থাপনা, দুনীতিতে স্বাস্থ্য বিভাগ বর্তমানে শীর্ষে অবস্থান করছে। সরকারি হাসপাতালগুলোতে সেবা না পেয়ে সাধারণ মানুষ মানসম্মত নয় এমন প্রাইভেট ক্লিনিকগুলোতে যেতে বাধ্য হচ্ছে।”
লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আরও বলেন, “করোনার সময় ডাক্তারের তুলনায় নার্সরাই এগিয়ে ছিলেন, তারা রোগীর সংস্পর্শে এসেছিলেন। অনেক ক্ষেত্রে তারাই ডাক্তারের ভূমিকা রাখেছেন।”
নবীনবরণ অনুষ্ঠানে নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেবা বেগমের সভাপতিত্বে কলেজের শিক্ষকসহ অন্যান্যরা বক্তব্য দেন।