নাটোরের গুরুদাসপুরে ১০০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সাইফুল ইসলাম ওরফে জয় (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া জহির শাহ মোড়ে এ ঘটনা ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকায় মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় এক জন কাঠ ব্যবসায়ী বলে জানা গেছে।
অভিযুক্তের নাম মাসুদুর রহমান। তিনি একই এলাকার কোবাত আলীর ছেলে। ঘটনা পর থেকে মাসুদ পলাতক।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া জহির শাহ মোড়ে স্থানীয় মাসুদের চায়ের দোকানে পাওনা টাকা নিয়ে সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে চা দোকানী মাসুদুর রহমান দোকানে থাকা কাঠের বাটাম দিয়ে সাইফুলকে মারধর করেন। এছাড়া কাঁচের চায়ের কাপ দিয়ে শরীরে আঘাত করলে ডান হাতে জখম হয়। এতে ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আব্দুল মতিন আরও বলেন, খবর পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। মারধরে মারা গেলেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাসুদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।