দেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:৩০ পিএম

সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, “পবিত্র সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আওয়ামী লীগ ২০০৮ সালে জনগণের সমর্থনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। পরে ২০১৪ ও ১৮ সালে আবারও বিপুল ভোটে আওয়ামী সরকার হয়। বর্তমানে দেশে কোনো মঙ্গা ও খাদ্য নিয়ে হাহাকার নেই। এই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে আবারও নির্বাচনের দিকে যাচ্ছি।”

এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সে হিসেবে আমরাও চাই বিএনপিসহ সব ছোট-বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমেরিকা অ্যাম্বাসেডর কিংবা পৃথিবীর যেকোনো দেশের অ্যাম্বাসেডর বললেও হবে না। আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করব নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।”

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু ও শামছুল হক।