‘অপহরণ’ নাটকে ফেঁসে যেতে পারেন মরিয়ম মান্নান

খুলনা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৮:৫৩ এএম

খুলনার বহুল আলোচিত রহিমা বেগম (৫৫) অপহরণ ঘটনার জট খুলতে শুরু করেছে। পরিস্থিতি এমন হতে চলেছে যে উল্টো ফেঁসে যেতে পারেন রহিমা বেগম ও তার সন্তানরা। অপহরণ মামলার তদন্ত এবং রহিমার দেওয়া জবানবন্দির মিল না পাওয়ায় রহিমা ও তার সন্তানদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে পুলিশ ও অপহরণ মামলার আসামিরা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এমন তথ্য জানিয়েছেন।

রহিমা বেগমের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা ‘অপহরণ’ নয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) পিবিআই খুলনার পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, “খুলনার দৌলতপুরের বাসা থেকে অপহরণের কোনো প্রমাণ আমরা পাইনি। আমরা এখনো মামলাটি তদন্ত করছি এবং রহিমা বেগম তার নিখোঁজের বিষয়ে মিথ্যা অভিযোগ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”

২৯ দিন ধরে ‘নিখোঁজ’ থাকা রহিমা বেগমের জবানবন্দি ২৫ সেপ্টেম্বর আদালতে রেকর্ড করার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রহিমা তার বিবৃতিতে ‘জমি বিরোধের জেরে অপহরণ’ হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।

এদিকে মামলায় গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান এই নিখোঁজের পেছনের ‘মাস্টারমাইন্ড’। মরিয়মসহ ঘটনার সাথে জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হলে সত্য উদঘাটন করা যাবে বলে জানান তারা।