পঞ্চগড়ের বোদা উপজলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনার তৃতীয় দিনে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন।”
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। প্রথম দিনে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ২৫টি মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, হিন্দু সম্প্রাদয় বড় উৎসব মহালয়া। এর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার বোদা উপজেলার মাড়েয়া এলাকার একমাত্র তাই ভরসা নৌকা। কিন্তু সেই নৌকায় উৎসবে মেতে উঠতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের মাতম। তবে, নৌকায় অতিরিক্ত যাত্রী তোলায় ঘাট কর্তৃপক্ষ এবং ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের উপস্থিতি থাকার পরেও এমন ঘটনায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ২৫ জন, শিশু ১৩ জন এবং পুরুষ ১২ জন। তাদের সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যাই বেশি। এর মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১৭ জন, বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারী উপজেলার ২ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড় সদরের একজন।
নিহরা হলেন, হাতেম আলী (৭০), শ্যামলী রানি (১৪), লক্ষী রানি (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানি (২৭), দিপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রুপাালি ওরোফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), অনবালা (৬০), সুনিতা রানি (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানি (২৫), বিষ্ণু (৩), সফলতা রানি (৪০), বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮), তনুশ্রী (৫), শ্রেয়সী, প্রিয়ন্তী (৮), সনেকা রানী (৬০), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সূচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (২), জগদীশ (৩৫), যতি মিম্রয় (১৫), গেন্দা রানী (৫০), কনিকা রানী (৪০), সূমিত্রা রানী (৪৫), আদরী (৫০), পূষ্পা রানী (৫০), প্রতিমা রানী (৩৯), শৈলবালা, সূর্যনাথ বর্মন (১২), হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (১), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ রায় (৩০),পারুল রানী (৩২), প্রতিমা রানী (৩৯), সনেকা (৫৭), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মন (২৮), মহেন চন্দ্র (৩০), ভুমিকা রায় পূজা (১৫), আঁখি রানী (১৬), সুমি রানী (৩৪), পলাশ চন্দ্র বর্মণ (১৭), ধৃতি রানী (১০), সবিজ রায় (৮), পুতুল (১৫), কবিতা (১১), যত্না রানী (৪০), মলিন্দ্র নাথ বর্মণ (৪৬), মুনিকা (৩৮) ও দোলা রানী (৫)।