নাটোরের লালপুরে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে জালিয়াত চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সিপিসি-২।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে রোকন সরকার (৩৭) ও বাগাতিপাড়ার ডুমরাই সারদিয়ার গ্রামের ফজলুর রহমানের ছেলে আশিক আলী (২১)।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপাইল বাজারে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি ভুয়া নিয়োগপত্র, মোবাইল ফোন, সিমকার্ড ও মেমোরী কার্ড জব্দ করা হয়।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, গ্রেপ্তাররা চাকরি প্রত্যাশী যুবকদের প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণা করত। এছাড়াও কম্পিউটারে এডিটিং করে সেনাবাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রত্যাশীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগের সত্যতা স্বীকার করেন।