রাঙামাটি জেলা পরিষদের ‘সহকারি শিক্ষক নিয়োগ’ পরীক্ষা স্থগিত

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:৫৩ পিএম

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য আগামী ২৩ সেপ্টেম্বরের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।  এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে যথাযথ সময়ে জানিয়ে দেওয়া হবে।