সংস্কারের অভাবে ধসে পড়ল শহীদ মিনার

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ১০:১৯ এএম

সংস্কারের অভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে পুকুরে পড়ে গেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনারটি ধসে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের ডাকবাংলো সড়কের জেলা পরিষদের পুকুর পাড়ে ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর একটি শহীদ মিনার নির্মাণ করে জাতীয় দিবসসমূহ উদযাপন করা হয়। ২০১৩ সালের সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এম এনামুল কবির ইমন ১৩ লাখ টাকা ব্যয়ে পুরাতন শহীদ মিনার ভেঙে নতুন শহীদ মিনার নির্মাণ করেন।

কেন্দ্রীয় শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল। সম্প্রতি শহীদ মিনারের ফাটল দেখা দেয়। শনিবার শহীদ মিনারের পেছনের পুকুরে মূল বেদির অংশ ধসে পড়ে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক জানান, জগন্নাথপুরের প্রধান এই শহীদ মিনার সংস্কার না হওয়ায় এটি ধসে পড়ে। এই শহীদ মিনারে জাতীয় সব দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া নানা সাংস্কৃতিক কার্যক্রম এখানে হয়ে আসছিল।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, “শহীদ মিনারটি ভেঙে পুকুরের পানিতে পড়ে গেছে। খুব শিগগিরই নতুন শহীদ মিনার নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হবে।”