সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে অংথোয়াইং তঞ্চঙ্গা নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, “নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চাকমা পাড়া সীমান্তের ৩৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে মিয়ানমারের ১০০ গজ অভ্যন্তরে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।”

মোহাম্মদ আলম আরও বলেন, “সীমান্ত এলাকায় গরু চড়াতে যান অংথোয়াইসহ কয়েক যুবক। একপর্যায় গরু সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় গরু ফিরিয়ে আনতে গেলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।”

কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য রিপন চৌধুরী জানান, বিকালে বিস্ফোরণের ঘটনায় আহত এক পাহাড়ি যুবককে হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান।

বিস্ফোরণে আহত যুবকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান হাসপাতালে দায়িত্বরত এ পুলিশ সদস্য।