ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, দোকানে অগ্নিসংযোগ

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০১:২০ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতে জহিরুল ইসলাম মিঠু (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার পর মঙ্গলবার রাতে জনতা বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কালিপুর পাটবাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম মিঠু উপজেলার বোকাইনগর ইউনিয়নের চরপাড়া গ্রামের মাস্টার বাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সন্ধ্যার পর পৌর শহরের পাটবাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করতে আসেন অ্যালবার্ট সেন্টু নামের এক ব্যক্তি। স্বর্ণ ওজন দেওয়ার পর দাম নিয়ে দোকানের মালিক টিপুর সঙ্গে সেন্টুর কথা-কাটাকাটি হয়। এরপর সেন্টু চলে যান। কিছুক্ষণ পর তিনি বড় ভাই ডেভিড রকিকে নিয়ে আবারও সেই স্বর্ণের দোকানে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মিঠুকে ছুরিকাঘাত করেন ডেভিড রকি। পরে মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করেন। পৌর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে তারা আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হামলা চালায় লোকজন। হামলায় ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হন এবং গাড়ি ভাঙচুর করা হয়।

জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোস্তাকিম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা চালায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।