সাপের কামড়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৯:১৪ পিএম

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামে সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বসতঘর থেকে সাপ কামড়ালে কুষ্টিয়া সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, মামুদানিপুর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী জয়নব বেগম (৪৮) ও তার ছেলে হাবিবুল বাশারের স্ত্রী কামরুন নাহার (১৭)।

মৃত কামরুন্নাহারের স্বামী হাবিবুল বাশার জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় হঠাৎ করেই তার স্ত্রী কামরুন্নাহারের হাত-পা জ্বলে যাচ্ছে বলে চিৎকার করলে পাশের ঘর থেকে তার মা এসে কামরুন্নাহারকে সেবা করা অবস্থায় তাকেও বিষধর সাপ দংশন করে। পরবর্তীতে স্থানীয় কবিরাজ দেখানো হয়।

কিন্তু তাদের অবস্থার পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার ভোরে দুজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে বউ-শাশুড়ি মারা যান।

এ বিষয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, “সাপের কামড়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। তবে বিষয়টি নিশ্চিত হবার জন্য তাদের মরদেহ ময়নাতদন্তের পর দাফনের অনুমতি দেওয়া হবে।”