ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামের শরীফ খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে হত্যায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও তাদের বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আমানত খাঁর ছেলে জাকির খাঁ, মাহবুব খাঁ ও গাজী খাঁ। তারা পলাতক আছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের নাম আমানত খাঁ। তিনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার পাঁচ আসামি জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে আমির খাঁ মারা গেছেন।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান বলেছেন, মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এদিকে আসামিপক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী জানিয়েছেন, তারা উচ্চ আদারতে যাবেন।