বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা জানিয়ে জেলা ও উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বরগুনায় বিএনপির আয়োজনে প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে ফারুক বলেন, বরগুনা সদর উপজেলা বিএনপির গত ৬ সেপ্টেম্বর রাতের আঁধারে ঘোষিত কমিটি সম্পূর্ণ ও গঠনতান্ত্রিক ও অসাংগঠনিকভাবে করা হয়েছে। কমিটি ঘোষণা করায় জেলার অধিকাংশ নেতাকর্মী ক্ষুদ্ধ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি বাস্তবয়নে বর্তমান কমিটি সম্পূর্ণ রূপে ব্যর্থ হবে।
সংবাদ সম্মেলনের বিএনপি নেতারা বলেন, জেলা বিএনপির আহ্বায় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এমন কিছু লোকদের নিয়ে উপজেলা কমিটি রাতের আঁধারে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সদ্য ঘোষিত সদর উপজেলা কমিটি বাতিলের দাবি জানান। নেতারা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বেচ্ছাচারিতা, অগঠনতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক উপায়ে বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি করার জন্য উক্ত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করেন।