অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৩:০৩ পিএম

রাঙ্গামাটির লংগদু উপজেলা জালিয়া পাড়া গ্রাম থেকে বৃষ্টি আক্তার নামের এক অন্তঃসত্ত্বার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টিকে ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লংগদু সদর হাসপাতালের মেডিকের অফিসার ডা. আফজাল হোসেন জানান, বৃষ্টিকে হাসপাতালে আনা হয়েছিল এবং তার গলায় একটি দাগ রয়েছে। পরে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।

লংগদু থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুর আলম বলেন, “তদন্তের রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।”