নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়ির পাঁচতলা থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজ সিআইখোলা এলাকার ওই বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশটি ৩-৪ দিন আগের হবে বলে ধারণা করছে পুলিশ।
মৃতরা হলেন- রাজমিস্ত্রী রবিউল ইসলাম ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। সেখানে গিয়ে দেখে ওই দম্পতির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে একটি কক্ষের ফ্লোরে দুটি লাশ পড়ে আছে। পরে বাড়ির মালিক জানায়, তারা স্বামী-স্ত্রী। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।
পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, “গত ১ আগস্ট ওই দম্পতি ঘরটি ভাড়া নেয়। শনিবার বিকালে বাসার অন্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে আমাকে জানায়। পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, লাশ ময়নাতদেন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা।