সড়ক দুর্ঘটনা

পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৯:০৯ এএম

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুই মোটরসাইকেল উল্টে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের বটতৈল গড়াই ফ্লাওয়ার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরের কুমারগাড়া এলাকার মো. রাহুল, ফারুক মিস্ত্রি ও মোহিনী বিল এলাকার মো. জুয়েল। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

আহত ব্যক্তির নাম বিপ্লব (২০)। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, দুই বাইকের চালক আগে যাওয়ার প্রতিযোগিতায় ছিলেন। এ কারণে দুর্ঘটনাটি ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাতে ঝিনাইদহ থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন একদল তরুণ। বটতৈল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।