এমপির ভাইরাল বক্তব্য

‘খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না’

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৮:১৫ পিএম

ময়মনসিংহ-৯ আসনের (নান্দাইল) সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে তুহিন বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না। কথা সত্য না মিথ্যা? পেছনের মানুষগুলো কি বোবা? আমি প্রত্যেকটা মানুষের জবাব চাই। আমাকে আপনারা ভোট দেন নাই। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই।”

ভিডিওতে তুহিনকে আরও বলতে শুনা যায়, “জবাব চাই, আপনাদের কাছে। জবাব মুখে দিতে হবে, পারবেন না দিতে? ভালো না লাগলে সোজা চলে যাবেন, উল্টো দিকে। আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যা কথা বলব, প্রশ্ন করব, জবাব আপনাদের দিতে হবে।”

এমপি তুহিন বলেন, “নান্দাইলের মানুষ যখন অতিষ্ট হয়ে গিয়েছিল, আলেম সমাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারতে না, নর্তকীর নাচের আওয়াজে মসজিদে ফজরের আজান দিতে পারত না- ঠিক তেমনি এক মুহূর্তে সাবেক সাংসদ মেজর জেনারেল আব্দুস সালামকে জব্দ করেন খোদা।”

ভিডিওতে তিনি আরও বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা যখন আমাকে এমপি বানালো তখন আমার সঙ্গে যিনি ছিলেন, তিনি আমার সমপর্যায়ের মানুষ ছিলেন না। তিনি অনেক বড় মানুষ ছিলেন। উনি দেখতে সুন্দর, আমার চেয়ে দুই, তিন, পাঁচ, ছয় ইঞ্চি লম্বা ছিলেন। এ দেশের মানুষ কি তখন ভেবেছিল- জেনারেল সাহেবের (সাবেক মেজর জেনারেল আব্দুস সালাম) হঠাৎ করে বিদায় হবে আর তুহিনের হঠাৎ করে নান্দাইলে আগমন হবে?”

এদিকে, ভাইরাল হওয়া ভিডিও -এর বিষয়টি অস্বীকার করেছেন আনোয়ারুল আবেদিন খান তুহিন।

গণমাধ্যমকে তিনি বলেছেন, “এমন কোনো কথা আমি বলিনি। আমাদের বিপক্ষের লোকজন ভিডিওটি সুপার এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।”

এর আগে, গত শনিবার বিকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি ওই বক্তব্য দেন।