অংথোই মারমা ওরফে আগুন (৫২) হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ডাকে রোববার (৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার পাঁচ উপজেলার আধা বেলা সড়ক অবরোধ চলছে। অবরোধ বেলা ১২টা পর্যন্ত চলবে।
উপজেলাগুলো হচ্ছে গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি।
অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালে অবরোধের সমর্থনে গুইমারার বাইল্যাছড়ি ও রামগড় সড়কে রাস্তায় পিকেটিংয়ের চেষ্টা করলেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় তা পণ্ড হয়ে যায়।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলার পাঁচ উপজেলায় আধা বেলা সড়ক অবরোধের ডাক দেয়।