মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে ঘরসহ ৬টি পাটের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জামশা বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. বাবুল মিয়া বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের সিংগাইরের দুটি ইউনিটের সঙ্গে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও বলেন, “অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরুপণ করা হবে।”
দক্ষিণ জামশা বাজার কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী আজগর আলীর ৪০০ মণ, বাদশা মিয়ার ৪০০ মণ ও হাবিবুর রহমানের ৪০০ মণ পাট এবং ১৬০ মণ সরিষা পুড়ে গেছে। এতে ঘরসহ প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান বলেন, “আগুনে সর্বস্ব পুড়ে তিন ব্যবসায়ীই নিঃস হয়ে গেছে। হাটের দিন থাকায় লোক সমাগম বেশি ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় পুরো বাজারটা ব্যাপক ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে।”