পুলিশ-বিএনপি সংঘর্ষ: নিহত শাওনের পরিবারের মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০৬:২০ পিএম

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে শাওন প্রধান নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করেছে নিহতের পরিবার। মামলায় কারও নাম উল্লেখ না করে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে নিহত শাওনের বড় ভাই বাদি হয়ে  নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।

এদিকে, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা করেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, নিহতের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের ওপর হামলার ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, শাওন কিসের আঘাতে নিহত হয়েছেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাওনের বাড়িতে সমবেদনা প্রকাশ করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এর আগে সকাল ১১টায় এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ও বিএনপি নেতাকর্মীরা।

এসময় শাওন যুবদলের নেতা ও তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করে এ হত্যার বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা।

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টায় মর্গ থেকে নিহত শাওনের মরদেহ হস্তান্তর করা হয়। পুলিশি প্রহরায় রাত দেড়টায় তার দাফন সম্পন্ন হয়।

মামলায় এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের আনুমানিক পাঁচ হাজার নেতাকর্মী ইটপাটকেল, লোহার রড, হকিস্টিকসহ অস্ত্রসস্ত্র নিয়ে দফায় দফায় মিছিল করে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। সকাল পৌনে ১১টার দিকে ২ নম্বর রেলগেট এলাকা দিয়ে শাওন প্রধান যাওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর আক্রমণ করতে থাকেন। এ সময় অবৈধ অস্ত্রের গুলি ও ইটের আঘাতে শাওন মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।

তাৎক্ষণিকভাবে রাস্তার লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।