‘ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ থাকতে হবে’

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৯:০৫ পিএম

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।”

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় মির্জা আজম অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নির্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলের নেত্রী ও এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। এখনো শেখ হাসিনাকে হত্যা করতে চক্রান্ত-ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন জানিয়ে মির্জা আজম বলেন, “বিএনপির আমলে প্রতি বছর উত্তরবঙ্গে মঙ্গা হতো। বর্তমান সরকারের দূরদর্শী চিন্তা ও সুশাসনের ফলে দেশের গ্রামগুলো একেকটি শহরে রূপান্তরিত হয়েছে। গ্রামে এখন গরিব খোঁজে পাওয়া যায় না। দেশ থেকে মঙ্গা শব্দটি পালিয়ে গেছে।”

তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবনের চৌদ্দটি বছর কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো. জিন্নাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, হাজি দিদার পাশা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।

এ ছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।