সার মজুত করায় ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ১২:৩৩ পিএম

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে সার মজুতের দায়ে দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২ দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম।

জানা গেছে, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী বাজারে ফিরোজ হোসেন ও আমরুল ইসলাম দুজন আলু চাষের জন্য সার মজুত করছিলেন। দুজনের কাছ থেকে ১ হাজার ৪০০ বস্তা ডিএপি ও পটাশ সার জব্দ করা হয়। এ সময় আমরুল ইসলামকে ৫০ হাজার ও ফিরোজ ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম বলেন, “কৃত্রিম সংকট তৈরির জন্য কিছু মানুষ সার মজুত করছে। প্রয়োজনের তুলনায় বেশি সার মজুত রাখায় সার ব্যবস্থাপনা আইনে তাদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় শ্রীমন্তপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন ইকবালসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।