গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর ও সোনাকুড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর এলাকায় বুধবার (২৪ আগস্ট) বিকালে দ্রুতগামী একটি মাছের পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাইকআরোহী ফরহাদ শেখ (৩৮) ও পিকআপে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরহাদ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখের ছোট ভাই। এদিকে পিকআপে থাকা নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পিকআপটি জব্দ করেছে পুলিশ।
অন্যদিকে, দুপুরে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রুবিয়া বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। রুবিয়া সদর উপজেলার সোনাকুড় এলাকার মৃত মোশাররফ হোসেনের স্ত্রী।
নিহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করে হতাহতদের খোঁজ খবর নিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মহসিন উদ্দিন।