১৬ মামলার আসামি অস্ত্রসহ আটক

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০১:৫৯ পিএম

নওগাঁর মহাদেবপুরে আতাউর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। এ সময় দুটি ওয়ান শুটারগান ও একটি গুলি জব্দ করা হয়।

শনিবার (২০ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার আজিপুর গ্রাম থেকে তাকে আটক করেন র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা।

আটক আতাউর রহমান উপজেলার চেরাগপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, নওগাঁ সদর ও বদলগাছি থানায় হত্যাসহ ১৬টি মামলা আছে।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার আজিপুর গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি আতাউর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও একটি গুলি জব্দ করে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক আতাউর রহমান একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছি ও সদর থানায় হত্যাসহ ১৬টি মামলা আছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, র‍্যাব আটক ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করেনি। এ বিষয়ে মামলা করার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।