কথা রাখেনি বিদ্যুৎ বিভাগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০৫:৪৮ পিএম

বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে লাগোয়া গাছ ও ডালপালা কাটার ‘অজুহাতে’ মঙ্গলবার (৯ আগস্ট) ভোর থেকে রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ নেই। সকাল থেকে টানা বিদ্যুৎবিচ্ছিন্ন রাঙ্গামাটি শহরে দুপুর ২টা ৩৪ মিনিটে ১০-২০ সেকেন্ডের মতো বিদ্যুৎ থাকলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) বিদ্যুৎ ছিল না।

সোমবার (৮ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এ ঘোষণায় মাইকিংয়ের কথা জানানো হলেও খবর পাননি বলে অভিযোগ শহরের বাসিন্দাদের।

তবলছড়ি আর্ট কাউন্সিল এলাকার বাসিন্দা ও সমাজসেবক আবু সাদাৎ মো. সায়েম বলেন, “ভোর থেকেই বিদ্যুৎ নেই। পুরো শহরের মানুষ ভোগান্তিতে রয়েছেন। গরমের দিনে টানা বিদ্যুৎ না থাকা এটা পিডিবির কাণ্ডজ্ঞানহীন আচরণ। গাছের ডালপালা সারাদিন কাটে নাকি? অনেকে বিদ্যুৎ না থাকায় বাসায় পানি তুলতে পারছেন না। যে কারণে রান্না-বান্নাসহ পানি সংকটে দুর্ভোগের অন্ত নেই। মানুষ চারদিক থেকে বিপদে আছেন। পুরো শহর জনদুর্ভোগে পরিণত হয়েছে।”

জেলা শহরের শশী দেওয়ান পাড়ার বাসিন্দা বিকাশ চাকমা বলেন, “সকাল থেকে যে বিদুৎ থাকবে না এটা আগে থেকে জানা ছিল না। যে কারণে সকাল থেকেই বাসায় পানি নেই। স্নানের পানি তো দূরের কথা, রান্নাও করা হয়নি।”

বনরূপার চা দোকানকার সুমন চাকমা জানান, মানুষ দোকানে আসেন চা-ঠাণ্ডা পানি পানের জন্য। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ নেই, ক্রেতাও কম। গরমে খারাপ অবস্থা। বিদ্যুৎ কখন আসবে তাও জানি না। শুনেছি কাল বলেছে, সকাল থেকে ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। কাজ শেষ হলে এর আগেও আসবে। কিন্তু বিকাল গড়াল বিদ্যুতের দেখা নেই।

এদিকে, সকাল থেকে রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের অফিসিয়াল গ্রাহক অভিযোগ নাম্বারে বিভিন্ন ফোন থেকে একাধিকার ফোন দিলেও সেটি ব্যস্ত পাওয়া যায়। গ্রাহকদের অভিযোগ, পিডিবি অফিসের নাম্বারে কল দিলেও পাওয়া যায় না। অফিস নাম মাত্র মাইকিং করলেও শহরের বেশিরভাগ পাড়ার মানুষের অগোচরেই এই বার্তা থেকে যায়। আধুনিকতার যুগেও রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের অফিসিয়াল ফেসবুক কিংবা বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ দেখা যায়নি।

অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বন্ধের কারণে সকাল থেকে মোবাইল নেটওয়ার্ক থাকলেও দুপুর থেকে এয়ারটেল ও গ্রামীণ সীম গ্রাহকরা ইন্টারনেট সংযোগ পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট কাজের সকলেই চরম দুর্ভোগে রয়েছেন।

এ প্রসঙ্গে জানতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি) রাঙ্গামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, “তবলছড়ি মাঝেরবস্তি সাবস্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিতরণে সমস্যা হচ্ছে। তবে এখন শুকরছড়ি ও ভেদভেদী লাইনে বিদ্যুৎ এসেছে।”