ট্যাংকলরি ধর্মঘট

খুলনাসহ ১৫ জেলায় তেল পরিবহন বন্ধ

খুলনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ১০:০৭ এএম

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়ে ধর্মঘট পালন করছে খুলনা ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি।

রোববার (৭ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে প্রায় ১৫ জেলায় জ্বালানি তেল পরিবহন হচ্ছে না বলে জানা গেছে।

এই ১৫ জেলার মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ।

এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেল পরিবেশক সমিতির এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় জ্বালানি তেল উত্তোলনও বন্ধের ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম বলেন, “ভাড়া ও কমিশন বৃদ্ধির দাবিতে মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। তাদের সঙ্গে একমত একমত পোষণ করে আমরাও ধর্মঘট পালন করছি। আজ সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। ফলে ১৫ জেলায় তেল পরিবহন বন্ধ রয়েছে।”

জানা গেছে, আজ সকাল ৮টা থেকে আনুপাতিক হারে কমিশন বৃদ্ধি এবং ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও জ্বালানি তেলপাম্প মালিক সমিতি খুলনা বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন না করে ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করবে।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, অস্বাভাবিক হারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলেও তেল বিক্রির ওপর ডিলার্স কমিশন বৃদ্ধি না করা এবং ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি না করার প্রতিবাদে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।