নির্মাণাধীন ভবন ভেঙে দুইজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০৯:৪২ পিএম

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের ফাইলিং স্ট্যান্ড ভেঙে দুই পথচারির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

নিহতরা হলো, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার সংলগ্ন কিসমত পাড়ার মৃত লাল মিয়ার ছেলে সুলতান আহমদ (৫০) এবং একই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দু শুক্কুর (৫৫)।

স্থানীয়দের বরাতে হেলাল উদ্দিন বলেন, “গত কিছুদিন আগে চকরিয়ার ফাঁসিখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন ভবন নির্মাণে ফাইলিংয়ের কাজ চালাচ্ছে। শনিবার বিকালে ফাইলিংয়ের কাজ করার সময় স্থানীয় কিছু উৎসুক জনতা জড়ো হয়ে নির্মাণ কাজ দেখছিল। এক পর্যায়ে ফাইলিংয়ের কাজে ব্যবহৃত স্ট্যান্ড ভেঙে উৎসুক জনতার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত দুইজন গুরুতর আহত হন।”

ইউপি চেয়ারম্যান হেলাল আরও বলেন, “স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, “ঘটনার খবর শুনে হাসপাতাল থেকে পুলিশ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।”