আস্ত ছাগল গিলতে চেয়েছিল অজগরটি!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৭:২৬ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রাম থেকে বিশাল এক অজগর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে একটি ছাগলের ওপর আক্রমণ করে ধরা পড়ে অজগরটি। খেতে না পারলে ওই ছাগলটিকে বাঁচানো যায়নি।

বনবিভাগ জানিয়েছে, চরপাড়া গ্রামের ওই গ্রামের জেলে কালাম খানের ছাগলের ওপর আক্রমণ করে অজগরটি। এসময় বাড়ির কর্তা স্থানীয় দাসের ভারাণী ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) দলনেতা দুলাল চাপরাসিকে খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া অজরটি ১৫ ফুট লম্বা এবং ওজন প্রায় ২০ কেজি। সাপের আক্রমণে একটি ছাগল মারা গেছে। দুপুর ২টার দিকে দাসের ভারাণী টহল ফাঁড়ির পাশের বনে সাপটি অবমুক্ত করা হয়েছে।