শাবি শিক্ষার্থী হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার

সিলেট প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০১:২০ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যায় জড়িত সন্দেহে আটক কামরুল নামের একজনের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও নিহত বুলবুলের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

আগে আটক হওয়া আবুল নামের একজনের দেওয়া তথ্য অনুযায়ী কামরুলকে নিয়ে বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অভিযানে নামে পুলিশ।

এ সময় পুলিশ কামরুলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পেছনে টিলাগাঁও এলাকায় তার বাসায় গেলে তিনি নিজের ঘরের ভেতর লুকিয়ে রাখা বুলবুলের মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছোরা বের করে দেন।

পরে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে হত্যায় ব্যবহৃত এসব আলামত জব্দ করা হয়।

এ সময় পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। পরে অধিকতর তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার দেখানো হবে।

আজবাহার আলী শেখ জানান, আটক কামরুল পেশায় রাজমিস্ত্রি। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটল, তা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানানো হবে।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলায় ছুরিকাঘাতে খুন হন শাবি শিক্ষার্থী বুলবুল আহমেদ।