বাল্কহেডের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ

সিলেট প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০৯:৪৮ পিএম

গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকায় থাকা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আনফর আলী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এসময় তাদের সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার জলুরবাজারের পার্শ্ববর্তী চেঙ্গেরখাল নদীতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম হাওয়ারুন নেছা। তার বাড়ি উপজেলার হাতিরকান্দি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল ইসলাম।

তিনি জানান, সোমবার বিকালে শিশুসন্তানকে নিয়ে মা হাওয়ারুন নেছা ও বাবা আনফর আলী চেঙ্গেরখাল নদীতে খেয়া পার হচ্ছিলেন। এ সময় একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায় এবং তিনজনই নদীর পানিতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর হাওয়ারুন নেছার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে জীবিত উদ্ধার করা হয় তাদের শিশুসন্তানকে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আনফর আলী নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় বালুবাহী বাল্কহেডটিকে জব্দ করা হয়েছে বলেও জানান এ কে এম নজরুল ইসলাম।