মাসুম হত্যা মামলা, গ্রেপ্তার ৪

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০২:৩২ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলার খালেদ মাসুম (২১) হত্যার মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৪ জুলাই) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. শের আলী ওরফে হানিফ, ফকির উদ্দিন, সুরিতা বেগম ও মালেকা খাতুন।

সোমবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে র‌্যাব-১৩ সদর দপ্তর রংপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একটি বাড়ি থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন মাসুম হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে জড়িত আরও দুজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চার আসামিকে ডিমলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মামা শের আলী ও ভাগ্নে মাসুমের সঙ্গে পারিবারিক জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উভয় পক্ষের মধ্যে ফেডারেশন বাজারে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায় মামার হাতে ভাগ্নে মাসুম হত্যার শিকার হন।