সড়ক দুর্ঘটনায় নিহত ৬, বাসচালক গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০২:০৪ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় মাই‌ক্রোর ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালক মো. মশিউর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৪ জুলাই) রাতে বরগুনার জেলা বাসস্ট্যান্ড এলাকা থে‌কে তাকে গ্রেপ্তারের পর তাকে গৌরনদী হাইও‌য়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. মশিউর রহমান বাগেরহাটের গোটাপাড়া এলাকার ইফসুফ আলীর ছেলে।

সোমবার (২৫ জুলাই) সকালে নগরীর রূপাতলী র‌্যাব-৮-এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হএয়ছে।

র‍্যাব জানায়, দুর্ঘটনার পর মাই‌ক্রোবাস চালকের ছেলে সড়ক প‌রিবহন আইনে গৌরনদী হাইও‌য়ে থানায় এক‌টি মামলা ক‌রেন। সেই মামলায় রোববার রা‌তে বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থে‌কে বাসের চালক ম‌শিউর রহমান‌কে গ্রেপ্তার করা হয়।

গত ২১ জুলাই সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে পদ্মা সেতু দেখতে একটি মাইক্রোবাসে করে ১০ জন রওনা হন। তারা ঢাকা-বরিশাল সড়কের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের একটি বাস ওই মাইক্রোকে চাপা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।