বস্তাবন্দি মাদ্রাসাছাত্রীকে জীবিত উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ১২:১৭ পিএম

ঠাকুরগাঁওয়ে নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীকে (১৪) জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে টাঙ্গন নদের পাড় থেকে তাকে উদ্ধার করা হয়।

ওই কিশোরীর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। সে  টাংগন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

ঠাকুরগাঁওয়ের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সকালে টাংগন জোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, কিশোরীকে বস্তায় ভরে সেতুর নিচে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।