রাজবাড়ীতে এক বিকাশ দোকানদারকে কুপিয়ে নগদ ২ লাখ টাকা এবং মোবাইল রিচার্জের কার্ড ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে চাপাতি দিয়ে মারাত্মক জখম ও করে তারা।
আহত দোকানদারের নাম মির্জা আজম (৩৫)। সে সদর উপজেলার নিমতলার মৃত শামসুল হকের ছেলে। তার মেসার্স মদিনা স্টোর নামে একটি ভ্যারাইটিজ স্টোর আছে। সেখানে তিনি বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ও মোবাইল ফ্লেক্সিলোডেরও ব্যবসা করেন।
আজম জানান, তিনি রাত ১০টা দিকে গোয়ালন্দ মোড়ের অদূরে গেলেই দুইজন দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এ সময় তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। একপর্যায়ে আজম ব্যাগ না দিলে চাপাতি বের করে তার মাথায় কোপ দেয়। এ সময় আজম হাত দিয়ে আটকালে তার হাতে কোপ লাগে।
আজম আরও জানান, তিনি কাউকেই চিনতে পারেননি রাতের অন্ধকারে। এ ছাড়া তার কাছে কেউ কখনও চাঁদা দাবি করেনি বা তার সঙ্গে কোনো শত্রুতাও ছিল না।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আব্দুল আল মামুন জানান, আজমের হাতের দুটি জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। ৩০টি সেলাই লেগেছে তার। বর্তমানে সার্জারি ওয়ার্ডে তিনি ভর্তি আছেন।