পদ্মা সেতুতে ধাক্কা দেওয়া ‘কাকলী’ ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ খবর নিশ্চিত করেছেন।
মো. জাহাঙ্গীর আলম জানান, সঠিকভাবে ফেরি পরিচালনায় ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিসি।
মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে ‘কাকলী’ ফেরির চলাচল। ওই দিন সকালে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরিটি ধাক্কা দেয়। ফেরির মাস্টারের গাফলতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
এর আগেও কয়েকবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগে। এই বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাবাজার ফেরিঘাট সরানো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।