নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় মো. আয়েতুল ইসলাম (৩৮) নামের শ্রমিক লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন ফকিরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েতুল রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও এলাকায় একটি মনোহারি দোকান চালাতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে আয়েতুলের দোকানে একই গ্রামের রিপন ফকিরের ছেলে মাহি (১৪) সদাই নিতে আসে। এ সময় টাকা নিয়ে দুইজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে মাহি তার বাড়ি ফিরে গিয়ে বাবা রিপন ফকিরকে নিয়ে আসে। তারা আয়েতুলকে দোকান থেকে নামিয়ে মারধর করে। এতে গুরুতর আহত হন আয়েতুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে। অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে।