লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার (১৩ জুলাই) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ট্রাকচালকের সহযোগী বলে জানা গেছে। তিনি ভোলা জেলার লালমোহন এলাকার বাসিন্দা। তার নাম জানা যায়নি। দুর্ঘটনার সময় তিনি ওই ট্রাকের নিচে শুয়ে চাকা খুলছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস চরচামিতা এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের দিকে থাকা সাতজন আহত হন এবং ট্রাকের নিচে থাকা হেলপারের ওপর ট্রাকের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।