মানবিক কারণে ফেরিতে পদ্মা পার হচ্ছে মোটরসাইকেল

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২২, ০৭:৩৩ পিএম

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ থাকায় চরম বিড়ম্বনায় পড়েছেন দক্ষিণবঙ্গের মোটরসাইকেল আরোহীরা। নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যেই কয়েকজন আটক হয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনেছে। নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পদ্মা সেতুতে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। এমন পরিস্থিতিতে মানবিক কারণে শুক্রবার বিশেষ বিবেচনায় ফেরি দিয়ে শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শিমুলিয়া ২ নম্বর ফেরি ঘাট থেকে মিডিয়াম রো-রো ফেরি ‘কুমিল্লা’ দিয়ে মোটরসাইকেল পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, বিশেষ বিবেচনায় মানবিক কারণে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হয়েছে। তিনি বলেন, “ঘাটে একসঙ্গে অনেক মোটরসাইকেল জমে গেলে সেগুলো পার করা হচ্ছে। আজ (শুক্রবার) বেলা ১১টা, বিকেল চারটা এবং পাঁচটার দিকে ফেরিতে পদ্মা নদী পার হয়েছে প্রায় হাজারখানের মোটরসাইকেল।”

এর আগে পদ্মা সেতু চালু হওয়ার তিন দিন পরে ২৮ জুন সর্বশেষ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতা শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে রওয়ানা দেয়। নাব্য সংকটে ফেরিটি মাঝ পদ্মায় আটকে যায়। পরে চার ঘণ্টার চেষ্টায় ফেরিটি মাঝিরকান্দি ঘাটে পৌঁছাতে সক্ষম হয়।