‘বন্যাদুর্গতদের পুনর্বাসনের কাজ শুরু শিগগিরই’

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৪:৫২ পিএম

বন্যাদুর্গতদের পুনর্বাসনের কাজ খুব শিগগির শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “সাধারণ মানুষের সঙ্গে বন্যা মোকাবিলায় দেশের সব বাহিনী কাজ করেছে। সরকার ত্রাণ দিচ্ছে। দেশের হৃদয়বান লোকজনও এগিয়ে আসছেন। এখন ঘরবাড়ি নির্মাণ প্রয়োজন। পুনর্বাসনের কাজে সহায়তায় যতদিন প্রয়োজন সেনাবাহিনী থাকবে। নষ্ট হওয়া বইও পাবে শিক্ষার্থীরা।”

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভয়াবহ বন্যাপরবর্তী দুর্যোগ মোকাবিলা ও আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

বানভাসি মানুষের জন্য সরকার সবকিছু করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বানভাসিদের জন্য যা যা লাগবে, সব করা হবে। সরকার, প্রশাসন, সামরিক-বেসামরিক সংস্থা সবাই বানভাসিদের পাশে আছে।”

সরকার বন্যাদুর্গতদের পাশে আছে উল্লেখ আসাদুজ্জামান খান বলেন, “প্রধানমন্ত্রী সারারাত ঘুমাননি, ব্যবস্থা নিতে আমাদের নির্দেশনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে প্রশাসন, র‌্যাব ও সেনাবাহিনী সাধারণ মানুষকে নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেছেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর নিদর্শনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে পুনর্বাসন কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। কেউ সরকারি সাহায্য সহযোগিতা থেকে বাদ যাবে না।”

আরও সংবাদ