খানিকটা চেনা রূপে ফিরেছে দৌলতদিয়া ফেরি ঘাট। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশের অন্যতম এই নৌপথে ২৫ জুনের পর থেকে ছিল না কোনো যানজট। তবে কোরবানির পশুর গাড়ির চাপ বাড়ায় সৃষ্টি হয়েছে যানজট।
সোমবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় ঘাট এলাকায় দেখা যায় ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমটার অংশ জুড়ে যানজট রয়েছে। এই চার কিলোমিটার অংশে দুই সারিতে প্রায় কয়েক শ গাড়ি অপেক্ষা করছে ফেরি জন্য। এর মধ্যে রয়েছে গরুবাহী, পচনশীল ও অপচনশীল পণ্য বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস।
রাবেয়া পরিবহনের চালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, “এই কয়েকদিন ঘাটে কোনো যানজট ছিল না। আজকে সকাল যখন ঢাকা থেকে ফিরি তখনো দেখে গেছি কোনো যানজট নেই, তবে এখন ঢাকায় যাবার পথে দেখছি এ যানজট।”
গরুর ব্যাপারী শাহ আলী জানান, তিনি এসেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে। তার ট্রাকে ১২টা গরু রয়েছে। ঘাট ফাঁকা আছে এমন খবরে ঘাট এসে দেখেন যানজট। প্রায় ঘণ্টাখানেক ধরে তিনি অপেক্ষা করছেন ঘাটে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপাক প্রফুল্ল চৌহান জানান, গরুর গাড়ির চাপ থাকায় এই যানজটের সৃষ্টি। তবে এই যানজট অল্প সময়েই কেটে যাবে। ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে।