৮৫ কেজি গাঁজাসহ আটক ২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ০৭:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৮৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানাধীন কুট্টাপাড়ার ফ্লামিংগো সিএনজি ফিলিং স্টেশনের (লাল পাম্প) সামনে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় একটি ট্রাক ও ৮৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটকরা হলেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মনির খাঁনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে মঞ্জিল (২৫) ও মাহতাব মিয়ার ছেলে মো. মাসুদ রানা (১৯)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দ মাদকদ্রব্য এবং আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।