মাগুরায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২২, ০৩:৩৪ পিএম

মাগুরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারিতে দুই বছর বড় পরিসরে এই উৎসব পালন না করলেও এ বছর ব্যাপক আয়োজনে রথযাত্রা উৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজক কমিটি জানায়, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টেনেছেন। প্রার্থনা করেছেন পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এ জন্য সার্বিক মঙ্গল কামনায় করেছেন প্রার্থনা।

এদিকে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে আয়োজন করা হয়েছে ধর্মীয় সংগীতানুষ্ঠানের।

মাগুরা শহরের ন্যাংটা বাবার আশ্রম, নতুন বাজার ছানা বাবুর বটতলা সর্বজনীন পূজা মন্দির, নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম, নতুন বাজার ইসকন মন্দিরে পৃথকভাবে এ রথযাত্রা উৎসব পালিত হয়েছে।