গত দুই দিনের বৃষ্টিতে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর ফলে নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করছে। বৃষ্টি অব্যাহত থাকায় ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের নতুন করে নিম্নাঞ্চলগুলোর পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে।
পাউবো জানায়, বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে বন্যার পানি ধীরগতিতে কমায় এখনো অনেকের ঘরবাড়ি থেকে পানি নামেনি। ফলে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি। এর মধ্যে বুধবার থেকে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে জেলায় বন্যা পরিস্থিতি ফের অবনতি ও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
শহরের আরপিন নগর এলাকায় জসিম মিয়া বলেন, “গত দুই দিনে পানি অনেকটাই কমে গেছিল। ঘরের এখনো নামেনি। এর মধ্যে আবার নতুন করে পানি এলে কোথায় যাব ভেবে পাচ্ছি না।”
সুনামগঞ্জ পৌর শহরের জামতলা এলাকার বাসিন্দা আহমেদ হোসেন বলেন, “কয়েক দিন হলো পানি কমায় বাসায় আসলাম। ঘর গোছাই পারলাম না। আবারও পানি বাড়তে শুরু করেছে। বুজতেছি না কী করব।”
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ জানান, বন্যার পানিতে ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতে আবারও পানি বাড়তে শুরু করেছে। গত দুদিন বৃষ্টি হচ্ছে। এতে করে আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়ি ফেরা মানুষগুলো আতঙ্কে আছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানিয়েছেন, সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।”