পদ্মা সেতুর নাট খুলে নেওয়া বায়েজিদের বাড়িতে হামলা

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৯:৫৮ এএম

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ভাইরাল হয়ে গ্রেপ্তার বায়েজিদ তালহার (৩০) গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সোমবার (২৭ জুন) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে এ ঘটনা ঘটে।  

বায়েজিদ উপজেলার তেলিখালী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন ভাইয়ের মধ্যে বায়েজিদ ছোট। বড় ভাই আহমেদ আলী খুলনায় চাকরি করেন। মেজ ভাই সোহাগ মৃধা ঢাকায় চাকরি করেন।

বায়েজিদের ভাবি হাদিসা আক্তার বলেন, “বিকেলের দিকে আমি আমার মেয়েকে নিয়ে ঘরে ছিলাম। এ সময় রামদা, কুড়াল নিয়ে অনেক ছেলে একসঙ্গে বাড়িতে প্রবেশ করলে আমরা ভয়ে পাশের ঘরে পালিয়ে যাই। আমার ঘরের বেড়া কোপাইছে এবং ঘরের মালামাল ভাঙচুর করছে।”

এদিকে হামলার পর বিকেলে পুলিশের একটি দল বায়েজিদের গ্রামের বাড়িতে যায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এর আগে রোববার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বায়েজিদ তালহাকে পদ্মা সেতুর নাট খুলতে দেখা যায়। পরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

আরও সংবাদ