পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবকের বিরুদ্ধে মামলা হচ্ছে

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৮:৩২ এএম

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা বায়েজিদ তালহা (৩০) নামের ওই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হচ্ছে। মামলা দায়ের শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৬ জুন) রাতে গণমাধ্যমকেকে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির ভারপ্রাপ্ত মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ) জিসানুল হক।

জিসানুল হক  জানান, রাজধানীর শান্তিনগর থেকে আটক বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলা দায়েরের কাজ প্রায় শেষ পর্যায়ে। সিআইডি বাদী হয়ে মামলাটি করছে।

এর আগে রোববার বিকেলে যুবক বায়েজিদকে আটক করে সিআইডি। তার বাড়ি পটুয়াখালীতে। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে সিআডির পক্ষ থেকে জানানো হয়েছে।

সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করেন বায়েজিদ। কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক একাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। যা নিয়ে শুরু হয় সমালোচনা।

ভিডিওটিতে দেখা গেছে, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুইটি নাট খুলছেন। এই নাট দুইটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডান হতে নেন এবং আবার বাম হতের ওপর রাখেন।

নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন—‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এসময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’